শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শহীদের সঙ্গে ছন্দার দ্বৈত গান

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘এক জীবন’ খ্যাত জনপ্রিয় গায়ক শহীদের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন গায়িকা ছন্দা ইসলাম। আসছে ঈদে গানটি প্রকাশ পাবে জি-সিরিজের একটি মিশ্র অ্যালবামে। গানের শিরোনাম হচ্ছে ‘কত কথা’। অনুরূপ আইচের লেখা এ গানেও সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সরোয়ার। এ প্রসঙ্গে গায়ক শহীদ বলেন, ‘আমার বেশিরভাগ জনপ্রিয় গান অনুরূপের লেখা। তাই তিনি আমাকে কোনো গান গাইতে ডাকলে আমি নিষেধ করি না। এ গানটিও চমৎকার হয়েছে। আশা করি, সবারই ভালো লাগবে।’ ছন্দা বলেন, ‘আমি অনেক বছর ধরে স্টেজে গান করছি। কিন্তু অডিওতে কাজ করা হয়ে ওঠেনি সুযোগের অভাবে। শেষ পর্যন্ত সুযোগ পেলাম অনুরূপ আইচের অ্যালবামে কাজ করার। এটি আমার জন্য চরম সৌভাগ্যের।’ মেলোডি ধাঁচের এ গানটি ঠাঁই পাচ্ছে ঈদের অ্যালবাম ‘অনুরূপ আইচের গান’-এ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন