স্টাফ রিপোর্টার : এবারের ঈদে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপ্।ু একটি মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। ‘ও মন তুই’ শিরোনামের এ গানটির সুর করেছেন মোস্তফা কামাল লোটন। সঙ্গীতায়োজন করেছেন পাভেল আরিন। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। নতুন গান প্রসঙ্গে তপু বলেন, ‘এ গানটির সুর আমার কাছে অন্যরকম লেগেছে। সে জায়গা থেকেই গানটি করা। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’ তপুর গানের পাশাপাশি অ্যালবামটিতে রয়েছে দু’জন ভারতীয় শিল্পীসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পীর গান। তবে অ্যালবামটির নাম এখনও চূড়ান্ত হয়নি। আসছে ঈদে জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি প্রকাশ করা হবে। এ ছাড়া আসন্ন ঈদ উপলক্ষে ‘পাশে থাকবে কী’ শিরোনামের অন্য একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবেন তপু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন