: জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার সিদ্ধান্তের পর এমপি তামান্না নুসরাত বুবলির সংসদ সদস্য পদ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এমপি বুবলির পরীক্ষা জালিয়াতির ঘটনা শুধু আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করেনি, জাতীয় সংসদের ভাবমূর্তিও ক্ষুন্ন করেছে। জাতীয়-আন্তর্জাতিক প্রচারমাধ্যমে এমপি বুবলির পরীক্ষা জালিয়াতির ঘটনা ফলাও করে প্রচার করার পর দলীয় পদ ও সংসদ সদস্য পদে তার নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এমপি বুবলির সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেনা। জেলা আওয়ামী লীগ থেকে এমপি বুবলিকে বহিষ্কারের সিদ্ধান্ত যে উপরের নির্দেশে নেয়া হয়েছে তা সরাসরি কেউ অস্বীকার করেননি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া জানান, উপরের নির্দেশে এমপি বুবলিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা তা তিনি জানেন না। এমপি বুবলির সংসদ সদস্য পদ থাকবে কিনা মর্মে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এটা নির্ভর করে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদের স্পিকারের উপর। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিল জানান, উপরের সিদ্ধান্ত না থাকলে জেলা পর্যায়ের সংগঠন একজন এমপিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নৈতিকতাহীন কার্যকলাপ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার কারণে জেলা আওয়ামী লীগ যে কোন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তা অনুমোদন করবেন দলীয় সভানেত্রী। দলীয় পদ থেকে বহিষ্কার করা হলে সংসদ সদস্যপদ থাকে কিনা প্রশ্নের জবাবে তিনি জানান, এটাও নির্ধারণ করবেন দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পার্লামেন্টের স্পিকার। তারা যদি মনে করেন এমপি বুবলির পরীক্ষা জালিয়াতির ঘটনা আওয়ামী লীগের দলীয় ও পার্লামেন্টের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তবে দল থেকে বহিষ্কারের পর বুবলির সংসদ সদস্যপদ নাও থাকতে পারে।
নরসিংদীর সাবেক একজন সংসদ সদস্য জানিয়েছেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এমপি বুবলিকে যদি দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়, তবে একই কারণে তাকে পার্লামেন্ট থেকেও বহিষ্কারের প্রশ্ন আসে। কারণ এমপি বুবলি শুধু দলের নয় পার্লামেন্টের ভাবমূর্তিও ক্ষুন্ন করেছেন। তাছাড়া বুবলি শুধু দলীয় নেত্রী হিসেবে নয়, একজন জাতীয় সংসদ সদস্য বলেই তার পরীক্ষায় জালিয়াতির ঘটনা সারা বিশ্বের গণমাধ্যমে প্রচারিত হয়েছে। নরসিংদীর আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এমপি বুবলির পরীক্ষায জালিয়াতির ঘটনা একটি নজিরবিহীন ঘটনা। একজন এমপি বা দলীয় নেত্রীর এত বড় একটি জালিয়াতির ঘটনার দায় দল হিসেবে আওয়ামী লীগ বহন করতে পারে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন