ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি আব্দুর রহিমের লাশ ২২ দিন পর ফেরত দেওয়া হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২২ দিন আগে বিএসএফ গুলি করে হত্যা করে রহিমকে। রোববার রাত ১০টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বসে। এরপর লাশ ফেরত দেয় বিএসএফ।
নিহত রহিমের বাড়ি মহেশপুর উপজেলার বাউলি গ্রামে। ৩ নভেম্বর রাতে বাংলাদেশের পলিয়ানপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে যায় রহিম। এসময় ভারতের হাবাশপুর বিএসএয়ের সদস্যরা রহিমকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। তার লাশ ফেরত পেতে বিজিবি কয়েক দফায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করেও পায়নি। আবশেষে রবিবার রাতে পতাকা বৈঠকের পর লাশ ফেরত দিলো তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন