নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার বড়ি নামক স্থানে সোমবার রাত ৮টার দিকে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত ও চার জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বড়ি নামক স্থানে বিপরিত দিক থেকে আগত দ্রুতগামী দুটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার গোপীনাথ নগর গ্রামের শ্যাম চাঁদের ছেলে প্রণয় সরকার(২১) নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাতকোনা গ্রামের আব্দুল হেলিমের ছেলে মিজান মিয়াকে (২৩) বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় অপর তিন আরোহী আহত হয়। আহতরা হচ্ছে, ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামের সুকুমারের ছেলে সুসেন (২০), মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের রতন মিয়ার ছেলে রাজিব (২২), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মোশাররফ (২২) ও মোহনগঞ্জ পৌরসভার শেখ বাড়ী এলাকার বিজয় তালুকদারের ছেলে রকি তালুকদার (২০)। মারাত্মক আহতদের স্থানীয়রা উদ্ধার করে আংশকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন