রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমান গতকাল অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল রং ও কেমিক্যাল রং ব্যবহারের অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে নগরীর শালবাগানের রাজিয়া চাইনিজ ও কমিউনিটি সেন্টারকে বাসি, পচা খাবার রাখার দায়ে ১০ হাজার টাকা, বিসিক এলাকার পদ্মা বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কেমিক্যাল রং, সেন্ট ব্যবহারের জন্য ১৫ হাজার টাকা, পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজের সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কেমিক্যাল রং ব্যবহারের জন্য ১০ হাজার টাকা, পপুলার ফুড ইন্ডাস্ট্রিজের বিস্কুট ও সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কেমিক্যাল রং ব্যবহারের জন্য ১০ হাজার টাকা, বিসমিল্লাহ প্লাস্টিক কারখানাকে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যবসা ও পরিবেশ দূষণের অপরাধে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রাসিকের স্যানিটারি ইন্সপেক্টর অচিন্ত্য কুমার ভাদুড়ী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন