মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

যানজটে বছরে ক্ষতি সাড়ে ২৩ হাজার কোটি টাকা

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর ৭৩ ভাগ মানুষই যানজটের শিকার। একজন মানুষ গড়ে দিনের আড়াই ঘণ্টা সময় যাতায়াত করলে দেড় ঘণ্টাই যানজটে আটকে থাকতে হয়। এতে প্রতিবছর সাড়ে ২৩ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। গতকাল রোববার সন্ধ্যায় ‘ট্রাফিক কনজেসশন ইন ঢাকা সিটি: ইসুজ চ্যালেঞ্জেস অ্যান্ড দি ওয়ে ফরোওয়ার্ড’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ তথ্য তুলে ধরেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।
বুয়েটের পুরকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মাসুদ হায়দারের সভাপতিত্বে
অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃয়হায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাপতি কবির আহমেদ ভুঁইয়া ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওমর ফারুক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার হাবিব আহমেদ হালিম মুরাদ, ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন