শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে বিমান থেকে ভেঙে পরলো দুটি তেলের ট্যাংকার

গফরগাঁও থেকে মুহাম্মদ আতিকুল্লাহ | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ৭:০৫ পিএম

গফরগাঁও উপজেলার দক্ষিণে যুদ্ধ বিমান থেকে দুটি তেলের ট্যাংকার পৃথক স্থানে খসে পড়ে। গতকাল রবিবার দুপুর ২টা ৩৫ মিনিটে নবগঠিত পাগলা থানার গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে ও বড় বড়াই গোলাপ সরকারের বাড়ির সামনে ট্যাংকার দুটি খসে পরে। তবে এতে কেউ আহত হয়নি। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে , রবিবার দুপুর ২টা ৩৫ মিনিটে পাইথল ইউনিয়নের উপর দিয়ে একটি যুদ্ধ বিমান উড়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে আর টি-৯৪৫ নম্বরের একটি তেলের ট্যাংকার গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে এবং এর অল্প দূরে বড় বড়াই গ্রামের গোলাপ সরকারের বাড়ির সামনের পতিত জমিতে এল টি-৯৪৫ নম্বরের আরেকটি ট্যাংকার ভেঙে পরে ধুমড়ে-মুচড়ে যায় ও ভিতরের তেল ছড়িয়ে পড়ে। এতে প্রথমে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরলেও পরে কৌতুহলী লোকজন দুটি স্থানে ভির করে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
হেলাল সরকার বলেন, আজ আল্লায় রক্ষা করেছে। গয়েশপুর মাজারের সামনে বটতলায় সব সময় বহু লোকজন থাকেন। কিন্তু আজ ট্যাংকার ভেঙে পড়ার সময় ভাগ্যক্রমে কেউ ছিলেন না। থাকলে বহু লোক হতাহত হতেন।
এ ব্যাপারে পাগলা থানার পুলিশ পরিদর্শক ফায়েজুর রহমান বলেন, একটি যুদ্ধ বিমানের দুটি তেলের ট্যাংকার ভেঙে পরে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলাই।
পাগলা থানার ওসি শাহিনুউজ্জামান খান বলেন , সন্ধ্যায় ৬টা ৩০মিঃ বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ দুটি তেলের ট্যাংকার ঘটনাস্থল থেকে গাজীপুরে নিয়ে গেছে ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ২ ডিসেম্বর, ২০১৯, ৭:০১ এএম says : 0
BANGLADESH AIR FORCE O KI YABAY DUBE THAKA SHURU KORESE NAKI ?? PLANE ER TANK KI VABE KHULE PORE ??? PLANE WRANOR AGE CHECK KORA HOY NA KENO???
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন