বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বিদ্যালয়টি জাতীয়করণ হোক

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১৯০৬ সালে পিছিয়ে পড়া, শিক্ষাবঞ্চিত ও অনগ্রসর জনপদ সিরাজগঞ্জ জেলার (বৃহত্তর পাবনা) উলাপাড়ার মানুষকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ অঞ্চলের স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কিছু ব্যক্তি উদ্যোগী হয়ে প্রতিষ্ঠা করেন উলাপাড়া মার্চেন্টস্ পাইলট উচ্চ বিদ্যালয়। সেই থেকে আজ অবধি এ জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছে বিদ্যালয়টি। দেশের খ্যাতনামা ডাক্তার, প্রকৌশলী, রাজনীতিবিদ, আমলা যারা দেশ গঠন ও উন্নয়নে অবদান রাখছেন, তাদের অনেকেই এই উলাপাড়া মার্চেন্টস্ পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী। বর্তমানে বিদ্যালয়টি সরকারের ‹মডেল স্কুল› প্রকল্পের অন্তর্ভুক্ত। দুঃখের বিষয়, সারাদেশে যে ৩১৫টি মডেল স্কুল জাতীয়করণ করার কথা তার মধ্য থেকে দুই ধাপে ইতিমধ্যে প্রায় ২৬৭টি স্কুল জাতীয়করণের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে। কিন্তু সিরাজগঞ্জ জেলার উলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী উলাপাড়া মার্চেন্টস্ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি অন্তর্ভুক্ত হয়নি। এমতাবস্থায় প্রশাসনের আন্তরিকতা ও সুদৃষ্টি কামনা করছি।
মুহাম্মদ নাজমুল হক
উলাপাড়া, সিরাজগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন