বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’জন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যিালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর ১১(২) ধারা মোতাবেক তাদের এই নিয়োগ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার তারা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর আখতারুজ্জামান ও সাবেক প্রো-ভিসি প্রফেসর নাসরিন আহমাদ। এর মধ্যে নাসরিন আহমাদ প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তারাও চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন