শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নই মিয়ানমার সফরের উদ্দেশ্য সেনাপ্রধান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই মিয়ানমার সফরে যাচ্ছেন তিনি। আলোচনায় থাকবে রোহিঙ্গা ইস্যুও। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি আরো বলেন, প্রশিক্ষণসহ দ্বিপাক্ষিক বিষয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, এ সফরে তা নিয়ে আলোচনা হবে। আমাদের সম্পর্ক যে অবস্থায় আছে, তা আরও ভালো করার জন্য আমরা আলোচনা করব। কারণ যত এনগেজমেন্ট বেশি হবে তত সম্পর্ক ভালো হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নই এ সফরের উদ্দেশ্য।

জেনারেল আজিজ আহমেদ বলেন, আলোচনায় প্রসঙ্গক্রমে রোহিঙ্গা ইস্যু আসবে। এগুলো নিয়ে কী কী সমস্যা হচ্ছে তা নিয়ে আলোচনা হবে। সফরটি পূর্বনির্ধারিত নয়। দ্বিপাক্ষিক সফরগুলো হয় সম্পর্কোন্নয়নের জন্য। এ ধরনের লক্ষ্য নিয়েই মিয়ানমার যাচ্ছি।

এ সপ্তাহে মিয়ানমার সফরে যাচ্ছেন জেনারেল আজিজ আহমেদ। সফর নিয়ে ইতোপূর্বে পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, সেনাপ্রধানের মিয়ানমার সফর দেশের জন্য মঙ্গলজনক হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন