শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইহুদি কবরস্থান অপবিত্রের ঘটনায় হেট ক্রাইম অফিস খুলছে ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ৬:৩২ পিএম

বিদ্বেষমূলক অপরাধ বা হেট ক্রাইম বন্ধ করার নির্দিষ্ট দায়িত্ব দিয়ে অভ্যন্তরীণ মন্ত্রণালয়েকে একটি দফতর খোলার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স৷ একশোটি ইহুদি কবরস্থান অপবিত্র করার ঘটনা সামনে আসতেই ফরাসি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷

স্ট্রাসবুর্গের কাছে ইহুদিদের একশোটি কবর অপবিত্র করার ঘটনার পর আর কোনও সময় নষ্ট না করে ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, তারা বিদ্বেষমূলক অপরাধ বা হেট ক্রাইম বন্ধ করার নির্দিষ্ট দায়িত্ব দিয়ে একটি অফিস খুলবে৷

ষোড়শ শতকের ওই কবরস্থান পরিদর্শনের পর অভ্যন্তরীণ মন্ত্রী ক্রিস্তোফ কাস্তানের বলেছেন, ‘প্রজাতন্ত্রকেই অপবিত্র করা হল৷ ঘৃণা বা বিদ্বেষ আবার আঘাত হেনেছে৷ আমাদের জাতীয় সীমানার মধ্যে এই বিদ্বেষ আছে৷ অপরাধীদের শাস্তি দিতে আমরা সর্বাত্মক প্রয়াস করব৷’

এই ঘটনাটা ঘটেছে গত মঙ্গলবার রাতে স্ট্রাসবুর্গ থেকে ২৫ কিলোমিটার দূরের ওয়েস্টহফেন শহরে৷ সেখানে ১০৭টি কবরে স্বস্তিক বা অন্য ইহুদি-বিরোধী চিহ্ন লেপে দেওয়া হয়েছে৷ এই কবরস্থানেই কার্ল মার্কসের পূর্বপুরুষদের সমাধি রয়েছে৷ ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী লিওঁ বামের সমাধিও আছে৷

স্ট্রাসবুর্গের ইহুদি আইনজ্ঞ হ্য়ারল্ড আব্রাহাম ওয়েইল বলেছেন, ‘এভাবে রঙ দিয়ে বা অন্য় কোনওভাবে কখনই আমাদের পরিচয়, আমাদের স্মৃতি মুছে ফেলা যাবে না৷’

পুলিশ রিপোর্ট অনুযায়ী, ইহুদি-বিরোধী ঘটনা ২০১৭-র তুলনায় ২০১৮-তে ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ স্বাভাবিকভাবেই ফ্রান্সে বসবাসকারী ইহুদিরা রীতিমতো চিন্তিত৷ ঘটনা হলো, ইউরোপের মধ্যে সব থেকে বেশি ইহুদি ফ্রান্সেই আছেন৷

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো মঙ্গলবার টুইটারে লিখেছেন, ‘ইহুদিরাও ফ্রান্সকে গঠন করেছেন৷ যারা তাদের আক্রমণ করছে, তাদের কবরস্থানে হামলা করছে, তাদের আচরণ ফ্রান্সের মূল ভাবনার খাপ খায় না৷’ তিনি বলেছেন, ‘'ইহুদি-বিদ্বেষ একটা অপরাধ। আমরা ওয়েস্টহফেনে এবং অন্যত্র তার সঙ্গে লড়াই করব৷ যতক্ষণ পর্যন্ত প্রয়াতরা শান্তিতে ঘুমোতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে৷’ সূত্র: ডয়চে ভেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন