শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাহে রমজান মুমিনের জন্য শ্রেষ্ঠ নেয়ামত-ছারছীনার পীর ছাহেব

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ছারছীনা দরবারের পীর আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, পবিত্র মাহে রমজান মুমিনের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। রমজান মাস তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। এ মাসে বেশি বেশি ইবাদত করে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাছিল করতে হবে। গত মঙ্গলবার নগরীর পাহাড়তলী নেছারিয়া মাদ্রাসা সংলগ্ন খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে ছারছীনা দরবারের অরাজনৈতিক দ্বীনি আধ্যাত্মিক সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অন্যান্যের মধ্যে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক জমইয়াতে হিযবুল্লাহ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ড. মাওলানা হাফেজ রুহুল আমীন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা রুহুল আমীন আফসারী, জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় মুবাল্লিগ মাওলানা হেমায়েত বিন তৈয়ব, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সাখাওয়াত হোসাইন, উপাধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমাদুল হক, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ, সাবেক কমিশনার নুরুল বশর মিয়া, সমাজসেবক সরওয়ার মোরশেদ কচি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও বিশ্ব মুমিনের সুখ-শান্তি-সমৃদ্ধি এবং মেয়রের সুস্বাস্থ্য ও দ্বীনি খেদমত কামনা করে পীর ছাহেব মোনাজাত পরিচালনা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন