শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামের সাহেবের আলগা সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় নাগরিক নিহত

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ৩:৪২ পিএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-র গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। 

শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট ( বিওপি) এলাকায় আর্ন্তজাতিক পিলার ১০৫২(২এস) এর নিকট এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক বাংলাদেশের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তের ডিগ্রীর চরের চুলকানির খাল নামক স্থানে জিরো লাইনের দেড়শ’ গজ ভারতীয় অংশে কাঁটাতারের নিকট যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিকের লাশ নিয়ে যায়। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় জানা যায়নি।
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ বলেন, ‘নিহত ব্যাক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। সে জিরো লাইনে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আমরা বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে বৈঠকে বসার আহবান জানিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন