শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আজ ফার্মগেইট শুক্রাবাদে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না তিতাস গ্যাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আজ শনিবার পাঁচ ঘণ্টা ঢাকার ফার্মগেইট, শুক্রাবাদ, জাতীয় সংসদ ভবন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফার্মগেইট, জাতীয় সংসদ ভবন এলাকা, সম্পূর্ণ রাজাবাজার এলাকা, মনিপুরীপাড়া, শুক্রাবাদ ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময় শেরে বাংলা নগর, পূর্ব রাজাবাজার, কবরস্থানগলি এলাকার ক্ষতিগ্রস্থ গ্যাস পাইপলাইন অপসারণ করে নতুন স্থাপিত পাইপলাইনের ‘টাই-ইন’ এর কাজ হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন