শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে। চলছে মঞ্চ নির্মাণের কাজ। জনসভার স্থল প্রস্তুতির কাজ চলছে দ্রুতগতিতে। সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা সুন্দর এবং পরিচ্ছন্ন একটি আয়োজন সম্পন্নে একযোগে কাজ করছেন।
গত শনিবার সকাল থেকে মূল জনসভাস্থল ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণ শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সারা মাঠে পানি ছিটিয়েছেন। মাইক সংযোগ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ ও এগিয়ে চলছে দ্রুতগতিতে।
এসব কাজ তদারকি এবং নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতে একযোগে কাজ করছেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এবং সরকারদলীয় স্থানীয় নেতাকর্মীরা। তারা দফায় দফায় জনসভাস্থল পরিদর্শন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন