শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

খাল ও নদী উদ্ধার করুন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনে ১৯৬৯-এর মাস্টারপ্ল্যান ও ড্রেনেজ আরএস সিট অনুসারে খাল উদ্ধার হতে পারে। স¤প্রতি চট্টগ্রাম নগরব্যাপী বৃষ্টিতে যে পরিমাণে জলাবদ্ধতা হয়েছে, তাতে জনগণের ভোগান্তির শেষ ছিল না। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায়। এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ১২০ দিনে নগরীর এক-তৃতীয়াংশ ২১ থেকে ২৫ দিন পনিতে ডুবে ছিল। এসব এলাকার লোকালয় ও রাস্তাঘাট ৫ থেকে ৬ ফুট পনিতে তলিয়ে গিয়েছিল। যেমন চাক্তাই খাল ও মহেষ খাল। নগরীর বৈধ-অবৈধ সব খাল এখন বৃষ্টির পানি ধারণক্ষমতা হারিয়ে ফেলেছে। যথাযথভাবে এসব খালের রক্ষণাবেক্ষণ ও সংস্কার চায় জনগণ।
মাহমুদুল হক আনসারী
চট্টগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন