চট্টগ্রাম ব্যুরো : মাহে রমজানের তৃতীয় জুমাতেও নগরীর মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের ভিড়। মসজিদের ভেতরে বাইরে স্থান সংকুলান না হওয়ায় পাশের সড়কেও নামাজ আদায় করেছে মুসল্লিরা। আযানের আগ থেকে মসজিদমুখী মুসল্লিদের ভিড় শুরু হয়। আযানের পর মহানগরীর প্রতিটি মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কয়েকটি মসজিদে স্থান সংকুলান না হওয়ায় পাশের সড়কে আদায় করা হয় জুমার নামাজ। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, লালদীঘি জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, হযরত আমানত খান দরগাহ জামে মসজিদ, চকবাজার অলিখাঁ জামে মসজিদ, চট্টগ্রাম মেডিক্যার কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল, বহদ্দারহাট জামে মসজিদ, জাম্বুরী ময়দান জামে মসজিদ, সিজিএস কলোনী জামে মসজিদ, পাঠানটুলি চট্টাশ্বরাই গায়েবী মসজিদ, কামালে ইশকে মোস্তফা জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, হযরত মিছকিন শাহ জামে মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ প্রায় প্রতিটি মসজিদে ছিল হাজারো মুসল্লিদের ভিড়। জুমার খুৎবায় খতিব ও ইমাম সাহেবগণ মাহে রমজানের পাশাপাশি যাকাত ও সাদকাতুল ফিতরা বিষয়ে বয়ান রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন