মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বাংলাদেশে বিরাজ করছে পলাশী যুদ্ধাবস্থা -আবদুল্লাহ আল নোমান

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, পলাশী যুদ্ধের সময় যে অবস্থা বিরাজমান ছিল, বর্তমানে বাংলাদেশেও একই অবস্থা বিরাজ করছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে ক্ষমতাসীনরা ধ্বংস করে দিয়েছে। এর প্রমাণ গত সিটি করপোরেশন নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনরা দিয়েছে। আর এ নির্বাচনে ফলাফল কীভাবে সরকার নিজেদের দখলে নিয়ে গেছে দেশের জনগণ তা দেখেছে। তাই নির্বাচন নিয়ে জনগণের আর কোনো আগ্রহ নেই। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভয়েস অব ডেমোক্রেসি আয়োজিত ‘ঐতিহাসিক পলাশী দিবসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, পলাশী যুদ্ধের সময় যে অবস্থা বিরাজমান ছিল, বর্তমানে বাংলাদেশেও একই অবস্থা বিরাজ করছে। তাই আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন। এ ঐক্য কোনো দলের মধ্যে নয়, হতে হবে জনগণের মধ্যে। বিএনপির এ নেতা বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। কিন্তু এই বন্ধুত্ব যদি জাতীয় স্বার্থে না হয়ে, দু’জন ব্যক্তির বন্ধুত্ব হয় তাহলে সেটা বন্ধুত্ব নয়। তিনি আরও বলেন, ভারত এখানে (বাংলাদেশ) এসে বর্তমান সরকারকে সমর্থন করছে। কিন্তু একটি দেশের সরকার আরেকটি দেশের সরকারকে সমর্থন করা সার্বভৌমত্বের জন্য হুমকি। আয়োজক সংগঠনের সভাপতি আ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণপার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন