রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলাদেশ-ভারত সীমান্তের ডাউকি বর্ডার দিয়ে যাতায়াত বন্ধ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৮ পিএম

বাংলাদেশ-ভারতের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে গমনাগমন বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার সকালে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণে যেতে চাইলে তাদেরকে ফেরত দেয়া হয়। আবার ভারত থেকেও কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করছেন ইমিগ্রেশন ল্যান্ড অ্যান্ড সি পোর্টের এসপি মো. মনিরুজ্জামান।

তিনি জানান, প্রতিদিনের মতো আজ বাংলাদেশের গোয়াইনঘাট উপজেলার তামাবিল বর্ডারে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। বাংলাদেশ থেকে ইমিগ্রেশন শেষে ভ্রমণকারীরা ভারতে প্রবেশ করলে সেখান থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ভ্রমণকারীদের বাংলাদেশ ইমিগ্রেশন বাতিল করেন তারা। তবে ভারত ইমিগ্রেশন পূর্ব থেকে বিষয়টি বাংলাদেশ ইমিগ্রেশনকে অবহিত করেনি।

এদিকে তামাবিল স্থল বন্দরের সহকারি পরিচালক ট্রাফিক পার্থ ঘোষ জানান, দুদেশের মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন