শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 শহীদ বুদ্ধিজীবী দিবসে মহান স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত চট্টগ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নানা কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনার ও বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সরকারি দল আওয়ামী লীগ, মাঠের বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনও দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় নগরীর পাহাড়তলীস্থ বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মরণে পুস্পস্তবক অর্পণ করবেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মহানগর বিএনপির উদ্যোগে ষোলশহর বিপ্লব উদ্যানে পুস্পস্তক অর্পণ ও নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বেলা ১১টায় পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন