বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ৩:১৭ পিএম

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২০১৮-১৯ অর্থ বছরের আরপিএ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি তদন্তে প্রমাণিত হওয়ায় আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ তাপস কুমার সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

করা হয়েছে। চলতি বছরের ৩০ অক্টোবর স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্হ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য
জানানো হয়েছে। সেই সাথে দূর্ণীতির দায়ে অভিযুক্ত হওয়ায় কেন বিধি মোতাবেক দন্ড প্রদান করা হবে না এ বিষয়ে নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের ভেতরে
কারণ দর্শানোর নির্দেশও দেয়া হয়েছে।
-নোটিশে উল্লখ আছে,২০১৮-১৯ অর্থ বছরে হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট(এইচএসএম)অপারেশন প্লানে আরপিএ(জিওবি)খাতে বরাদ্দকৃত অর্থ থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অনুকুলে ১ম ও ২য় কিস্তিতে ছাড়কৃত ১৪কোটি ৩৬ লাখ টাকা দ্বারা ক্রয়কৃত এমএসআর সামগ্রী ও ভারি যন্ত্রপাতিসমুহের অনিয়মের সাথে জড়িত ছিলেন, যা তদন্তে প্রমানিত হয়েছে।যেহেতু আপনার উল্লেখিত কার্যকলাপ সরকারী কর্মচারী আচরন বিধিমালার পরিপন্থী এবং সরকারী কর্মচারী( শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ)বিধিমোতাবেক দূর্ণীতি হিসেবে গণ্য। সেহেতু দূর্ণীতির দায়ে অভিযুক্ত করা হলো। এবং কেন আপনাকে উক্ত বিধিমালার অধিনে যথপোযুক্ত দন্ড প্রদান করা হবে
না এর নোটিশ প্রাপ্তির ১০কর্মদিবসের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। একই সাথে আপনি ব্যাক্তিগত শুনানি চান কিনা তাও জানাতে নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান,আমি নোটিশ পেয়েছি। আমি আমার মতো করে নোটিশের জবাব দিয়েছি। বাকিটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপার।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ মোছা নুরুন নাহার বেগম বলেন,শুধু আবাসিক মেডিকেল অফিসার নয়। ক্রয় কমিটির সাথে জড়িত ঠিকাদারসহ
আরো চারজনকে নোটিশ দেয়া হয়েছিল। স্বা¯’্যমন্ত্রনালয়ের ৫ সদস্য বিশিষ্ট
একটি তদন্ত কমিটি এ ব্যাপারে তদন্ত করে গেছেন। আশাকরি সমস্যা হবার কথা নয়।

উল্লেখ্য ডাঃ তাপস কুমার সরকার গত ৪ বছরের বেশি সময় ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করছেন। কয়েকদফায় প্রমোশন হলেও তিনি তা গ্রহন না করে আরএমও এর চেয়ারে বসে আছেন বলে অভিযোগ উঠে। সম্প্রতি তার বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন