বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ময়মনসিংহ জেলা ও মহানগরের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর নগরীর থানার ঘাটস্থ উৎসব কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংগঠনের জেলা শাখার সভাপতি হাফেজ মাও. আবু তাহের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, মাও.মঞ্জুরুল কাদের চৌধুরী, মুফতি মহিবুবুল্লাহ, হাফেজ মো: আযাহার আলী, মাও.আজিজুল হক ইসলামাবাদী, মাও.নজরুল ইসলাম চৌধুরী, মাও.রাশেদুল ইসলাম রাশেদ, মাও.মাজাহারুল ইসলাম মামুন তালুকদার, মাও.আতিকুর রহমান সিদ্দিকী প্রমূখ।
এদিকে সম্মেলন শেষে হাফেজ মাও.আজিজুলকে আমীর ও মুফতি শরীফুর রহমানকে সেক্রেটারী মনোনীত করে ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়। একই সময়ে হাফেজ মাও.ওমর ফারুককে আমীর ও হাফেজ মাও. সাইদুল মালেককে সেক্রেটারী করে মহানগর শাখার নতুন কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন