শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাবি শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট আজ

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের মর্যাদার অবনমনের প্রতিবাদে ও সকল অসঙ্গতি দূরীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস) আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করবে বলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহা. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড ও মর্যাদা অবনমনের প্রতিবাদে ও সকল অসঙ্গতি দূরীকরণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামিকাল সোমবার শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ১১ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন