রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

কমিউনিটি ক্লিনিকের কর্মচারীদের আকুতি

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অতীতে একবার রাজস্বের আশা দিয়ে চিঠি ইস্যু করে পরে তা বাস্তবায়ন না করায় চরমভাবে হতাশ কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা। বিভিন্ন সুবিধার আশা দিয়েও তা পূরণ না করায় একেবারে ভেঙে পড়েছেন তারা। সর্বশেষ এ চাকরি ট্রাস্টে স্থানান্তর করার কথা বলে প্রবিধান করে এখন তা ঝুলিয়ে রাখা হয়েছে! বারবার এভাবে স্বপ্ন ভঙ্গের কারণে কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা এখন মনোবল হারিয়ে ফেলেছেন। সূত্রমতে, প্রকল্পের টাকা ভোগ করতেই কিছু কর্মকর্তা এসব টালবাহানার সঙ্গে জড়িত! অথচ এ প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার দেওয়া প্রকল্প! ২০১৮ সালের ৮ অক্টোবর কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিলে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিনই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী তখন থেকেই কমিউনিটি ক্লিনিক পুরোপুরি ট্রাস্টের অধীনে চলে যাওয়ার কথা; কিন্তু তা হয়নি। কেন হয়নি? প্রধানমন্ত্রীর যদি এ ক্লিনিকের প্রবিধান বিষয়ে হস্তক্ষেপ করেন, তাহলে অনেকের ধারণা- কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে! গ্রাম্য সাধারণের এই হাসপাতাল নিয়ে অতিসত্বর টালবাহানা বন্ধ করা হোক।
কাজী সুলতানুল আরেফিন
ফেনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন