‘আরবি ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা’ সেøাগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। আরবি বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে ‘আরবি ভাষা এবং আধুনিক বিশ^’ প্রতিপাদ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিজাম উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমিরেটাস অধ্যাপক ড. এ কে এম ইয়াকুব আলী।
বিভাগের অধ্যাপক ড. মুহা. বিলাল হুসাইন ও সহযোগী অধ্যাপক ড. মো. ছালেকুজ্জামান খানের সঞ্চালনায় আরবি ভাষা ও সমকালীন চ্যালেঞ্জ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন, বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন