বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর মামা শেখ আকরামের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট বু্রো : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

সাবেক প্রেসিডেন্ট এরশাদের শাসনামলে গৃহবন্দি শেখ হাসিনার পাশে শেখ আকরাম হোসেন -ইনকিলাব


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্যালক আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটে। 

শেখ আকরাম আওয়ামী লীগের পরীক্ষিত এক নেতা ছিলেন। স্বৈরাচার এরশাদ সরকার শেখ হাসিনাকে গৃহবন্দি করলে ওই সময় নিজেও স্বেচ্ছায় গৃহবন্দি হন তিনি। শেখ আকরাম হোসেন ‘জাতীয় মামা’ নামে সবার কাছে সমাদৃত ছিলেন। তৃণমূল নেতাকর্মীদের নিকট তিনি ছিলেন ভরসা ও অনুপ্রেরণা। ২০০৭ সালে তত্ত¡াবধায়ক সরকারের সময় সাবজেলে বন্দি শেখ হাসিনার সাথে পরিবারের পক্ষ থেকে প্রথম দেখা করার সুযোগ গ্রহণ করেন তিনি। নিজের শারীরিক অসুস্থতার মধ্যেই প্রায় দিনই শেখ হাসিনাকে এক নজর দেখতে উপস্থিত হতেন। সার্বিক খবর পৌঁছে দিতেন লন্ডনে অবস্থানরত অপর ভাগ্নি শেখ রেহনাকে।
২০০৪ সালে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন তিনি। শেখ আকরাম হোসেনের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে নিজে উপস্থিত হয়েছিলেন শেখ হাসিনা। চিকিৎসায় শারীরিক উন্নতি হলে আবার রাজনীতির ময়দানে নেমে পড়েন তিনি। ২০০৮ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নমিনি হয়ে নমিনেশন পত্র দাখিল করেছিলেন শেখ আকরাম হোসেন।
কর্মময় জীবনের দ্যুতিময় পথ চলার অস্তিত্ব গৌরবের ইতিহাস গড়ে ২০০৮ সালের আজকের দিনে মৃত্যুর কোলে ঢলে পড়েন মহান এই দেশপ্রেমিক নেতা। মৃত্যুকালে ৩ কন্যা ও ২ পুত্র সন্তান রেখে যান তিনি। শেখ মিলি, শেখ ঝিলি, শেখ মলি, শেখ হিরা ও শেখ শাফিন তার সন্তান। তারা প্রত্যেকেই রাজনীতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত রয়েছেন সর্বোচ্চ চ্যালেঞ্জ মোকাবেলা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন