শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দক্ষিণাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ে দুর্ভোগ লক্ষাধিক গ্রাহকের

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : দীর্ঘদিনের পুরোনা যন্ত্রপাতি আর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে গত দু’দিন ধরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের প্রায় সর্বত্রই রাষ্ট্রীয় সেল ফোন ‘টেলিটক’এর ২-জি সেবা বিপর্যস্ত হয়ে আছে। শুক্রবার সকাল ৯টার পরে বরিশালে মেইন সুইচিং ইউনিটে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেয়ায় দক্ষিণাঞ্চলে টেলিটক-এর লক্ষাধিক গ্রাহকের ৯৫ ভাগই যোগাযোগ শন্য হয়ে পড়ে। শুধুমাত্র বরিশাল মহানগরীসহ জেলা সদরগুলোর হাতে গোনা কিছু ৩-জি গ্রাহকের নেটওয়ার্ক সচল ছিল। দিন রাত চেষ্টার পরে শনিবার মধ্যরাতে কিছু বিটিএস সচল হলেও অবশিষ্ট বিটিএসগুলোর আংশিক গতকাল দুপুরের পরে চালু হয়।
তবে বিটিএসগুলো সচল হলেও নেটওয়ার্ক ছিল খুবই দুর্বল। ফলে বেশিরভাগ টেলিটক গ্রাহকই তাদের সেলফোন দিয়ে নির্বিঘেœ কল করতে পারছিলেন না। গত বছরাধিককাল যাবতই দক্ষিণাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক খুবই ত্রুটিপূর্ণ ও দুর্বল। প্রায়ই বিভিন্ন বিটিএস বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া ব্যাটারির অভাবেও মাসের পর মাস বিভিন্ন বিটিএসগুলো বিদ্যুৎবিহীন অবস্থায় নেটওয়ার্ক শনণ্য হয়ে যাচ্ছে। এমনকি ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা পুরনো বিটিএসগুলো এ অঞ্চলে প্রতিস্থাপনের পরে তা এখন সমগ্র দক্ষিণাঞ্চলে রাষ্ট্রীয় সেলফোন কোম্পানীটির অস্তিত্বকেই বিপন্ন করে তুলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন