শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে র‌্যাবের গাড়ি উল্টে আহত ৭

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : র‌্যাব-৫ রাজশাহী সদর দপ্তরের অদূরে লিলি সিনেমা হল এলাকায় র‌্যাবের গাড়ি উল্টে দুই সহকারী এএসআইসহ সাত সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় এএসআই আনিসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্যে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার দুপুরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। আহতরা হলো- র‌্যাব-৫-এর ডিএডি মহিদুল ইসলাম, এসএসআই বিমল কুমার, এএসআই আনিসুর রহমান, গাড়ি চালক ও কন্সটেবল ওবায়দুল্লাহ, সিপাহী আতাউর রহমান, নায়েক আবদুস সালাম ও র‌্যাব সদস্য সাইফুল ইসলাম। র‌্যাবের একটি টহল দল নাটোর থেকে রাজশাহী-৫ সদর দপ্তরে ফিরছিলো। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে এএসআই আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন