শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোনা সরকারি কলেজকে প্রধানমন্ত্রীর বাস উপহার

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনা সরকারি কলেজকে একটি বাস উপহার দিয়েছেন। ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু গতকাল শনিবার দুপুরে তার গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০টি বিলাসবহুল বাস উপহার দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে ‘বিজয়’ নামের সেইসব বাসের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানজির আহমেদ, ইফাদ অটোজ লিমিটেডের এমডি তাসকিন আহমেদ ও পরিচালক তাফসিল আহমেদ। বাস হস্তান্তরের পর প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বাসগুলো শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ করবে। তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এ ধরনের ইতিবাচক কর্মকা-ে ইফাদ গ্রুপের মতো অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আরো এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন