মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মানুষ গড়ার কারিগর ছিলেন অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দিন

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্মরণ সভায় বক্তারা
চট্টগ্রাম ব্যুরো : অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মুসলেহ উদ্দিন (রহ) ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও তার স্মরণসভা শুক্রবার নগরীর লালখানবাজারস্থ একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি ও ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ মুহাম্মদ তারেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান গবেষক আল্লামা এম.এ মান্নান। এতে মুখ্য আলোচক ছিলেন হেলাল হুমায়ুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বন্দ্ব-অনৈক্যে বিভ্রান্তিপূর্ণ এ সমাজে আলেম-উলামার মধ্যে ঐক্য ও সম্প্রীতির প্রতীক ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মুসলেহ উদ্দিন (রহ.)। বহুমাত্রিক প্রতিভা ও মননশীলতার অধিকারী এ বুজুর্গ ব্যক্তিত্ব আজীবন ইলমেদ্বীন ও তরিকতের খেদমতে নিষ্ঠার সাথে নিজেকে নিবেদিত রাখেন। মানবিক গুণের তাকওয়াবান দ্বীনি আমানতদার সম্পন্ন সর্বোত্তম মানুষ গড়ার কারিগর ছিলেন তিনি। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা স.উ.ম. আবদুস সামাদ, আন্জুমানে খোদ্দামুল মুসলেমীনের ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী, ছোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা এম.এ. সবুর চৌধুরী, এস এম ওসমান, অধ্যাপক মাওলানা মুহাম্মদ মতিউল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন