মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর (২৫) অবস্থার উন্নতি হয়েছে। সোমবার সকালে তার লাইফসাপোর্ট খুলে নেয়া হয়েছে। স্থানান্তর করা হয়েছে হাসপাতালের ইউরোলজি বিভাগের ওয়ার্ডে। সোমবার বেলা ১১টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত তুহিন ফারাবীকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফসাপোর্টে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে সোমবার সকালে তার লাইফসাপোর্ট খুলে দেয়া হয়। তাকে ইউরো ওয়ার্ডে স্থান্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন