২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। দিনটিকে তাই গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি এবং তার দুই মিত্র জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং কেন্দ্রীয় কার্যলয়সহ সারা দেশের দলীয় কার্যলয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন