শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ধাক্কা খেল ৬৯ গাড়ি ভার্জিনিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একসঙ্গে ৬৯ গাড়ির দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত ঘন কুয়াশা ও রাস্তায় বরফ জমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে। রোববার সকালে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের ইন্টারস্টেট ৫৪ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তীব্র কুয়াশার কারণে সামনের কিছু দেখা না যাওয়ায় একটি গাড়ি দুর্ঘটনার পর বাকিগুলো তার সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় শেরিফ অফিস ও ভার্জিনিয়া পুলিশ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাস্তায় দুর্ঘটনাকবলিত গাড়ির দীর্ঘ সারি এবং সেগুলো ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কাউকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া এবং বাকিদের হাসপাতালে পাঠানো হয়। তবে গাড়িগুলো পরস্পরের সঙ্গে লেগে থাকায় আহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। ভার্জিনিয়া স্টেট পুলিশ জানিয়েছে, সকাল ৭টা ৫১ মিনিটের দিকে কুইন্স গ্রিক ব্রিজের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময়টাতে ওই এলাকায় তীব্র কুয়াশা এবং রাস্তায় বরফ জমেছিল। ভার্জিনিয়া স্টেট পুলিশ সার্জেন্ট মাইকেল অ্যানা বলেন, প্রথম দুর্ঘটনাটা আসলে কীভাবে ঘটল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কুয়াশা ও রাস্তায় জমে থাকা বরফ অবশ্যই এর কারণ। সিএনএন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন