শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলনেতা অগ্নির উপর হামলা, গাড়ি ভাংচুর

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ৭:৫৬ পিএম

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নিসহ ৫/৬ জন নেতাকর্মী হামলার শিকার হয়ে আহত হয়েছেন। এসময় তাদের ব্যবহৃত জিপ গাড়ি (ঢাকা মেট্টো-১১-০৭৫৫) ভাংচুর করা হয়। শনিবার বিকাল ৪টা দিকে খুলনা খালিশপুর রেল গেট এলাকায় হামলার ঘটনা ঘটে।

ইফতেখার সেলিম অগ্নি জানান, সমাবেশ শেষে খুলনা থেকে যশোরে ফেরার সময় খালিশপুর রেলিগেট সংলগ্ন এলাকায় পৌছুলে ১৫/১৬ জনের একদল যুবক লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা করে। এসময় জিপ গাড়িটি ভাংচুরসহ আমি ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম, ছাত্রদল নেতা ইমাম হাসান লিটু, মণিরামপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শোভনসহ ৫/৬জন গুরুতর আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোর ও মণিরামপুর পৌছুছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন