মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোলায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্বার করল কোস্টগার্ড

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ৬:০০ পিএম

ভোলায় কোস্টগার্ড সদস্যারা মেঘনা নদীতে ট্রলারে অভিযান চালিয়ে ৩৪৫ বস্তা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকায় কোস্টগার্ডের দক্ষিণ জোন অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা ওয়াসিম আকিল জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে চরফ্যাশনের চর মানিকা এলাকায় মেঘনা নদীতে ভারতীয় শাড়ি বোঝাই একটি ট্রলার ধরার জন্য চেষ্টা করি। এ সময় পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে যায়। পরে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলার রেখে তারা পালিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা ৩৪৫ টি বস্তা থেকে অবৈধভাবে ভারত থেকে আনা ২৫ হাজার পিস শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে এসব অবৈধ পণ্য বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন