স্টাফ রিপোর্টার : চাকরি স্থায়ীকরণ ও বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয় ঘেরাও করে সংস্থাটির পরিচ্ছন্নতা কর্মীরা। এ ঘটনায় পুরো গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির মুখে পড়ে অফিসগামী হাজারো মানুষ।
গতকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে তারা মেয়রের কার্যালয় ঘেরাও করে। এ সময় মেয়র আনিসুল হক তার কার্যালয়ে ছিলেন। তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে ক্ষোভ আর বিক্ষোভের পর দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সাড়ে ১২টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন মেয়র আনিসুল।
প্রায় সাড়ে তিন ঘণ্টা মেয়র কার্যালয়ের সামনে পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থানের কারণে গুলশানসহ বনানী, উত্তরা, মহাখালী, বাড্ডা লিংক রোডের যাত্রীরা ভয়াবহ যানজটের মুখে পড়েন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন