শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রামে লেখক সৈয়দ হকের জন্ম উৎসবে মেলার উদ্বোধন

কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবু | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ পিএম

আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্ম দিন। দিনটি ঘিরে জেলা প্রশাসন কবির সমাধির পাশে দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম সরকারি কলেজসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লেখকের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে কবির স্মরণে এক মিনিট নীরবতা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এর পরে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। পরে একটি র‌্যালি পিটিআই ইনাস্টটিউটে গিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মগ্রহন করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মারা গেলে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে তাকে সমাধিস্থ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন