শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিকের সুস্থ্যতায় দোয়া কামনা

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিকের আশু সুস্থ্যতা কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছে তার পরিবার। গতকাল রোববার ভোরে তিনি ব্রেনস্টোক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে, গত ২১ জুন অসুস্থ্য অবস্থায় খুলনা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। গত বৃহস্পতিবার তার একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছিল ক্লিনিকেই। গতকাল তার অবস্থা কিছুটা অবনতি হলে তাকে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। মহান আল্লাহ’র ইচ্ছায় তাঁর আশু সুস্থ্যতা কামনায় সকলের দোয়া চেয়েছে তার পরিবার-পরিজন। উল্লেখ্য, তিনি প্রতিষ্ঠাকালীন থেকেই দৈনিক ইনকিলাবের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া খুলনা প্রেসক্লাবের তিনবার নির্বাচিত সভাপতি এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার প্রতিষ্ঠা সদস্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ