ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। আজ রবিবার সকাল ১১ টার দিকে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দুই সিটি মেয়র এবং কাউন্সিলরদের নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন ফজলে নূর তাপস। নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিটি করপোরেশনের ভোট হবে আগামী ৩০শে জানুয়ারি। গত কয়েকদিনে এ দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগ টিকিটে মেয়র পদে কারা লড়ছেন সব মহলেরই তা ছিলো আলোচনার কেন্দ্রবিন্দু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন