শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোলায় কম্বল বিতরণ

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, অতিতে কেউ শীতার্তদের পাশে আসেনি। যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এসব মানুষের খোঁজ নেননি। মানুষ শীতে কষ্ট পেয়েছে। আমরা ঝড়, বৃষ্টি বন্যা, শৈত্য প্রবাহ উপক্ষো করে দলের ক্ষুদ্র কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে গরীব মা-বোন এবং বয়স্ক, মুরুব্বীদের মাঝে কম্বল বিতরণ করছি। রোববার লালমোহন কালমা ও ধলীগৌরনগর ইউনিয়নের প্রায় ৫ হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এমপি শাওন এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা আমাদের মানবতার মা, সারা পৃথিবীর মধ্যে অন্যতম সৎ রাষ্ট্র প্রধান। যার হাত ধরে আমরা পদ্মা সেতু বাস্তবায়ন করতে যাচ্ছি, ভোলা-বরিশাল ব্রিজের কাজ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সেই মহান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বীপ জেলা ভোলার ব্যাপক উন্নয়ন করেছি। শুধু রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট কিংবা স্কুল কলেজের উন্নয়নের মধ্যে আমাদের উন্নয়ন সীমাবদ্ধ নেই, এই মেঘনা-তেঁতুলিয়ার বুকে জেগে ওঠা সেই চরগুলোতে বিদ্যুতের কাজ শুরু করে দেব আগামী মাস থেকে। শেখ হাসিনার বিদ্যুৎ আজকে সেই মধ্য মেঘনায় জেগে ওঠা চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন, আমাদের প্রতিটি চরে আমরা শেখ হাসিনার বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌছে দেবো ইন শা আল্লাহ। এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন