বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

থানা ও ইউএনও’র কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন

বানারীপাড়ায় ভিজিডি ও জেলে কার্ডের বরাদ্দের চাল বিতরণে অনিয়ম

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) থেকে : বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে হতদরিদ্র ভিজিডি ও জেলে কার্ডধারীর জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগে কার্ডধারীরা বিক্ষোভ মিছিল করে। তারা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। গতকাল রোববার সকালে ২ শতাধিক জেলে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সৈয়দকাঠি ইউপি সচিব বিনয় ভূষণের বিচার দাবি করে বিক্ষোভ করেন। এ সময় তারা ওই ইউপি সচিবের বিচার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন।
এসময় সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আবুল হাসান বালী, আওয়ামী লীগ নেতা মিঠু ঘরামী, নবনির্বাচিত ইউপি সদস্য আনোয়ার হোসেন ও পনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও’র কার্যালয়ে এসময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দের এ চাল বিতরণে অনিয়ম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠুভাবে চাল বিতরণের জন্য ইউএনওকে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বলেন। পরে বিক্ষুব্ধরা  বিক্ষোভ মিছিল নিয়ে থানায় গিয়ে ওসি’র কাছে একই অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ, মঙ্গলবার সৈয়দকাঠি ইউনিয়নের সচিব বিনয় ভূষণ ২২০ জন জেলের জন্য মাসিক বরাদ্দের ৪০ কেজি চালের স্থলে ৫ কেজি কম দিয়ে ৩৫ কেজি ও শুক্রবার ভিজিডি কার্ডধারী ৩১০  জনের মাঝে চার মাসের ১২০ কেজির স্থলে ১১২ কেজি চাল  বিতরণ  করেন। এসময় জেলে ও ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে উপজেলা মৎস্য ও মহিলাবিষয়ক কর্মকর্তাকে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছেন। তদন্তে সত্যতা প্রমাণিত হলে ইউপি সচিব বিনয় ভূষণের  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন