শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ৫:২৫ পিএম

ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান। ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আলেযা ফেরদৌসী শিখা, ঢাকার পিটিআই ও সুপারিনটেনডেন্ট খন্দকার দীন মোহাম্মদ স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০১৮ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা,বিদ্যালয়,প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারীগনের তালিকায় তা প্রকাশ পায়। সদ্য ঢাকা জেলা শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের বিভিন্ন উপজেলায় সহকারি শিক্ষা অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন শেষে প্রায় দেড় বছর পূর্বে কেরানীগঞ্জে উপজেলায় সহকারি শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এই স্বল্প সময়ের মধ্যেই তিনি এই সহকারি শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেন।তিনি উবর্ধতন কতৃপক্ষের দেয়া সরকারি দ্বায়িত্ব যথাযথভাবে পালন করায় তিনি ঢাকা জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার হিসেবে মনোনিত হয়েছেন। তিনি জানান,সৎ ও নিষ্ঠার সাথে কাজ করায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার জন্য সকলের কাছে সেই দোয়া কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন