শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কথা রাখছে না মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০৪ পিএম

রোহিঙ্গা প্রত্যাবসানে মিয়ানমার কথা রাখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমরা চাই, রোহিঙ্গারা ফিরে যাক। কিন্তু কোনোভাবেই জোর করে তাদের ফেরত পাঠাতে চাই না।’

আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রোহিঙ্গা শরণার্থীদের ওপর আয়োজিত এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা বলেন।

মিয়ানমার কথা রাখছে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার বারবার কথা দিয়ে কথা রাখছে না। অবশেষে এটি আন্তর্জাতিক আদালতে গড়িয়েছে।’

আন্তর্জাতিক আদালতে ন্যায়বিচারের আশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) করা গাম্বিয়ার মামলার শুনানি হয়েছে। আমরা আশা করছি, একটি উপযোগী রায় আসবে।’

মিয়ানমারে গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ বলছে মিয়ানমারের গণহত্যা হয়েছে। এখন তারা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
jack ali ২ জানুয়ারি, ২০২০, ১২:৪৬ পিএম says : 0
Our foreign policy is so weak....
Total Reply(0)
SM BASHAR ২ জানুয়ারি, ২০২০, ২:২৪ পিএম says : 0
রোহিংগাদের ফিরিয়ে নিতে মায়ানমারকে চাপ প্রয়োগ করতে হবে। বিশ্বের শক্তিধর দেশগুলোর সমর্থন পাওয়ার জন্য বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন