শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

জাতিসংঘ বৈশ্বিক কমপ্যাক্ট লিডার সম্মেলন ২০১৬

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

২২ ও ২৩ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো জাতিসংঘ বৈশ্বিক কমপ্যাক্ট লিডার সম্মেলন ২০১৬। সর্বত্র টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অঙ্গীকার পূরণ করে ব্যবসা শুরু করার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলোকে আরও সক্রিয় করার সুযোগ করে দেয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় এ সম্মেলন। জাতিসংঘের বৈশ্বিক কমপ্যাক্ট লিডার সম্মেলনের লক্ষ্য সদ্য গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ব্যবসার জন্য যেসব সুযোগ রয়েছে সেসব সুযোগের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সংযুক্ত করা এবং একসাথে সবার জন্য নতুন সম্ভাবনা তৈরি ও নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। ভবিষ্যতের বাজার বিস্তৃতি এবং টেকসই পণ্য, সেবা ও ব্যবসায়িক অভিনবত্বের সূচনা করতে এসডিজি’র লক্ষ্যমাত্রাগুলো চালিকাশক্তি হিসেবে কাজ করবে। একইসাথে প্রাসঙ্গিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করবে এ সম্মেলন। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের ব্যসায়িক মডেল, পণ্য ও আগামীদিনের সেবাগুলোকে নিজস্ব আকার দিতে উৎসাহিত করবে। বিশ্বজুড়েই পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের সাথে নিজেদের কার্যক্রম পরিচালনা করা উচিৎ এবং তাদের অর্জিত মুনাফা ও ব্যবসায়িক অর্জন থেকে সমাজের জন্যও কিছু করা উচিৎ। এসডিজির লক্ষ্যমাত্রার সঙ্গে মিল রেখে তাদের ব্যবসায়িক পদক্ষেপগুলো নেয়া উচিৎ এবং সমাজে সর্বোচ্চ ইতিবাচক প্রভাব ফেলতে প্রতিষ্ঠানগুলোকে কৌশলগতভাবে কাজ করতে হবে। সারাবিশ্বের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে সংযোগ স্থাপন করা এবং এসডিজি’র লক্ষ্য অর্জনে একে অন্যকে উৎসাহিত করা এ সম্মেলনের মূল উদ্দেশ্য। বিশ্বের ১৭০টি দেশের ৮শ’রও বেশি প্রতিষ্ঠান এ সম্মেলনে অংশগ্রহণ করবে। বৈশ্বিক এ সম্মেলনে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট, কনস্ট্রাকশন (ইপিসি) সাভির্সেস ও সিস্টেমস ইন্টিগ্রেশনভিত্তিক প্রতিষ্ঠান বেইজ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুবাইর আহমেদ অংশগ্রহণ করছেন। সম্মেলনে অংশগ্রহণ নিয়ে জুবাইর আহমেদ বলেন, ‘এ সম্মেলন ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সমাজের জন্য কাজ করতে অংশগ্রহণকারীদের সহায়তা করবে। এর মাধ্যমে অর্জিত জ্ঞান সমাজে আরও বেশি অবদান রাখতে আমাদের সহায়তা করবে। বেইজ টেকনোলজিস সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠান। কিন্তু আমরা বিশ্বাস করি, এক্ষেত্রে সবসময়ই উন্নতি করার সুযোগ রয়েছে। আমরা আমাদের ব্যবসার করপোরেট সামাজিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

স আইটি ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন