নোয়াখালী জেলা কারগারে হৃদক্রিয়া বন্ধ হয়ে আবু নাছের মাসুদ (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সে ৪টি ডাকাতি মামলায় ৩৯৫ ও ৩৯৭ ধারার আসামি ছিল।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আবু নাছের মাসুদ বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর এলাকার মমিন উল্যার ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাজতি আবু নাছের মাসুদ বুকে ব্যথা অনুভব করে বলে জানায়। পরে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নোয়াখালী কারাগারের জেল সুপার মনির হোসেন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাজতি মাসুদের মৃত্যু হয়েছে। পুলিশ গত ২৮নভেম্বর ২০১৯ইং তারিখে মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন