শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদা না পেয়ে ঝুট ব্যবসা দখলচেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ৭:৫৩ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে অস্ত্রের মহড়ার মাধ্যমে এক ব্যবসায়ীর ঝুট ব্যবসা দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতা ও তার সংগীদের বিরদ্ধে। অভিযুক্ত আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের বিরুদ্ধে ইতোপূর্বেও নাশকতা, হত্যাচেষ্টা, ঝুট ব্যবসা দখল ও চাঁদাবজিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন নিহান এন্টারপ্রইজের স্বত্তাধিকারী ব্যবসায়ী মাহফুজ আহাম্মেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বাইপাইল নতুন পাড়া এলাকার সেবল টেক্স নামে প্রতিষ্ঠান থেকে প্রায় আট মাস যাবৎ ওয়েস্টেজ মালামাল ক্রয়ের ব্যবসা করে আসছেন নিহান এন্টারপ্রাইজের মালিক মাহাফুজ আহম্মেদ। এ জন্য যুবলীগ নেতা কবির হোসেন সরকার ও তার অনুসারী প্রভাবশালী সন্ত্রাসী নজরুল ইসলাম, সোহাগ তালুকদার, মনির মন্ডল, ইলিয়াস, সালাম, সানোয়ার হোসেন এবং মনছুরদের প্রতি মাসে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করতো।
বৃহস্পতিবার বিকেলে বাইপাইল এলাকার নিহার এন্টারপ্রাইজের গোডাউনে এসে যুবলীগ নেতা কবির হোসেন সরকার ও তার সন্ত্রাসী বাহিনী ব্যবসায়ী মাহফুজ আহাম্মেদের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অপরাগতা জানালে অস্ত্র দিয়ে ব্যবসায়ী মাহফুজকে প্রাননাশ ও ব্যবসা দখলের হুমকি প্রদান করে সন্ত্রাসীরা। এসময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ইসলাম সরকার ৬ জানুয়ারি, ২০২০, ১১:৪০ পিএম says : 0
কবির সরকার নাম দারি সসন্ত্রা ভুমি দুরস অনি আশুলি এক কথাই সসন্ত্রাসী লিডার ভূমি দূরশু ওপেনে পিস্তল নিয়ে রাখে বাহিনীত আছে দিনে দুপুরে গুলি করে কাওকে মানুষ মনে করে না। আমাদের সকলকে আশুলিয়া গাজীপুর ওর আতাচারে মানুষ থাকতে পারে না
Total Reply(0)
ইসলাম সরকার ৬ জানুয়ারি, ২০২০, ১১:৪০ পিএম says : 0
কবির সরকার নাম দারি সসন্ত্রা ভুমি দুরস অনি আশুলি এক কথাই সসন্ত্রাসী লিডার ভূমি দূরশু ওপেনে পিস্তল নিয়ে রাখে বাহিনীত আছে দিনে দুপুরে গুলি করে কাওকে মানুষ মনে করে না। আমাদের সকলকে আশুলিয়া গাজীপুর ওর আতাচারে মানুষ থাকতে পারে না
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন