শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঈদের ছুটিতে ইউনাইটেড হসপিটালের চিকিৎসা সেবা চলবে

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদের ছুটিতে রাজধানীর ইউনাইটেড হসপিটালের সকল ধরনের চিকিৎসা সেবা চালু থাকবে। রোগীর প্রয়োজনে কন্সাল্টেশন, রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফী, সিটি স্ক্যান ও এমআরআইসহ অন্যান্য পরীক্ষা সুবিধা, এমন কি রক্ত প্রদান বা টীকা দান সুবিধাও ইমার্জেন্সী বিভাগের মাধ্যমে ২৪ ঘণ্টা চালু থাকবে। গতকাল ইউনাইটেড হসপিটালের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন স্পেশালিস্ট ডাক্তারেরা সার্বক্ষণিকভাবে ভর্তি রোগীদের সেবায় থাকবেন। রোগীর প্রয়োজনে কনসাল্টেন্টগণও সেবাদানে প্রস্তুত থাকবে। সব ধরনের সার্জারীর প্রয়োজনে দিনে-রাতে ২৪ ঘণ্টা দক্ষ সার্জন ও এনেস্থেটিস্ট-এর উপস্থিতিতে অপারেশন থিয়েটার চালু থাকবে। বুকে ব্যথা নিয়ে আসা হার্ট অ্যাটাকের রোগীদের প্রয়োজনে প্রাইমারী এনজিওপ্লাস্টি করার জন্য দক্ষ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধায়নে ক্যাথল্যাব চালু থাকবে। দেশের যে কোন স্থান থেকে জরুরি রোগী হাসপাতালে নিয়ে আসার জন্য কার্ডিয়াক এম্বুলেন্স সেবা অব্যাহত থাকবে। রেডিওলজী ও ল্যাবরেটরী বিভাগ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু রাখবে। এছাড়া ঈদের ছুটিতে যে কোন ওষুধের প্রয়োজনে বরাবরের মত ২৪ ঘণ্টা ফার্মেসী খোলা থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন