ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ০৪ মণ গাঁজা উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। উদ্ধারকৃত এ গাঁজার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।
জানা গেছে, গতকাল সোমবার ভোর রাতে ফুলবাড়ী থানার এসআই সেলিম মালিক ও এসআই দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার রামপ্রসাদ গ্রামের আবুল কাশেমের পুত্র রেজাউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৪ মণ গাঁজা উদ্ধার করে। এ সময় বাড়ীর মালিক রেজাউল (৩৫) এবং ওই বাড়ীতে অবস্থানরত কুরুষা ফেরুষা গ্রামের নরেশ চন্দ্র বর্মনের পুত্র রনবীর (৩২) নামের অপর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী পুলিশ সকালে রামপ্রমাদ এলাকার কান্দুরা মামুদের পুত্র মাদক সম্রাট মুকুল মিয়া (৩০) আটক করে।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় আটক ৩ আসামীসহ রেজাউলের ভাই মিজানুর রহমান (৩৬) ও জোতিন্দ্র নারায়ন গ্রামের শৈলেন চন্দ্রের পুত্র বিকাশ চন্দ্র (৩৫) পলাতক দেখিয়ে আরও অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন