বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে দুর্গন্ধযুক্ত চাল বিতরণ জনমনে ক্ষোভ

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২ ইউনিয়নের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে সরকার কর্র্তৃক বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল দুর্গন্ধযুক্ত যা খাওয়ার অনুপযোগী। গতকাল দুপুরে সরেজমিনে নান্দাইল ইউনিয়নের ঝালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাল বিতরণকালে পুরাতন ও নিম্নমানের দুর্গন্ধযুক্ত চাল দেখতে পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। নিম্নমানের চাল বিতরণ প্রসঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিব মোঃ তাজুল ইসলাম বিষয়টি নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার (ও,সি.এল.এস.ডি) কথা বলতে বলেন। দুর্গন্ধযুক্ত চালের ব্যাপারে মোবাইল ফোনে খাদ্য কর্মকর্তাকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি নান্দাইলে ৫ মাস আগে যোগদান করেছি। বিতরণকৃত চাল ২০১৫ সনের ক্রয়কৃত; কাজেই এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ স্বীকার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান। দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন